প্রশ্ন – ক্ষমতা নাই, মামা চাচা নাই, কাজ নাই, টাকা নাই – আমি কি ভাবে শুন্য থেকে শুরু করব ?
১। আপনি এই মুহূর্তে যেখানে আছে সেখানে যে কাজটি পান আপনি সেই কাজটাই শুরু করুন । প্রথমেই মনের মত কাজ আপনি পাবেন
বাংলাদেশে বেকারত্বের অবসান ঘটাতে শূন্য থেকে শুরু গ্রুপ ৩ টি উপায়ে কাজ করছে ।
১। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা ******
কাজের কোন ছোট বড় নাই, সকল কাজ সমান, সব কাজই সম্মানের । শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা হলে লজ্জায় যারা কাজে নামতে সাহস না পায় তারাও সাহস পাবে । আমরা মনে করি এর মাধ্যমে দেশের ৩০% লোক নিজেদের কর্মসংস্থান করতে পারবো ।
২। আইটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলা *****
আইটি কাজ জানে এমন লোকের সংখা একেবারেই কম । যেহেতু এই সেক্টরের মার্কেট সাড়া পৃথিবী এবং মেয়েরা যেহেতু ঘরে বসে এই কাজ করতে পারবে তাই আমরা মনে করি এই সেক্টরে দেশের ৩০ % লোকের কর্ম সংস্থান সম্ভব হবে ।
৩। উদ্যোক্তা তৈরি করা ****
তরুণ প্রজন্ম জবের পিছে না ঘুরে যদি সবাই নিজ উদ্যোগে বা কয়েকজন মিলে যৌথ উদ্যোগ অর্থাৎ সামর্থ্য অনুযায়ী যে কোন বিজনেস শুরু করে তবে মনে করি দেশের বাকি ৪০% লোকের কর্মসংস্থান সম্ভব হবে ।
আমরা এখন কিভাবে এটা করব ???
***********************************
১। নিজে নিজের কাজকে সম্মান করব ও ভালবাসব এবং সকল শ্রেনি-পেশার মানুষকে সম্মান করব । নিজে কাজ করব অপরকে কাজ করতে উৎসাহিত ও সহযোগিতা করব । কাজে কোন লজ্জা নাই লজ্জা দারিদ্রতায় লজ্জা বেকারত্বে এটা সবসময় মনে রাখব । নিজে বদলে যাব এ সমাজটাকে বদলে দেব ।
২। আইটি সেক্টরে যেসব কাজের চাহিদা ও সুযোগ আছে সেসকল বিষয়ে সেমিনার, আলোচনা, ট্রেনিং ও শিক্ষার বেবস্থা করব । এছাড়া সকলকে তথ্য-উপাত্ত,পরামর্শ ও উৎসাহ দিয়ে সকল বেকারদের পাশে দাঁড়াব । দেশ ও মানুষের স্বার্থে এই গ্রুপের প্রচার প্রচারণায় লেখা-লেখি, লাইক, কমেন্ট, শেয়ার করব ।
৩। লেখাপড়া করে সবাইকে জব করতে হবে এই ভুল ধারণাকে সমাজ থেকে বিতারিত করব । সরকার কোন দেশেই সবাইকে জব দিতে পারে না তাই পছন্দ ও সামর্থ্য অনুযায়ী যে কোন বিজনেস করব এবং অপরকে করতে সহযোগিতা করব ।
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিা, কাজে উদ্বুদ্ধকরণ এবং উদ্দোক্তা তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা।
হতাশ ও অল্প পুঁজির পরিশ্রমি মানুষদের নতুন করে শুরু করার একটি প্লাটফর্ম তৈরি করে আমাদের কার্যক্রম প্রতিটি জেলায় পৌঁছে দিতে চাই ।
১। STS investment ২। উদ্যোক্তা সৃষ্টি ও ট্রেনিং ৩। বিজনেস আইডিয়া নিয়ে অনুষ্ঠান ও আলোচনা করা ৪। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সম্মানিত করা।
আমরা দেশের তরুণ প্রজন্মের অন্তরে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিতা, দক্ষ জনশক্তি তৈরি করা, উদ্যোক্তা সৃষ্টি ও বিজনেসের নানা সমস্যা সমাধান, উদ্যোক্তাদের জন্য ট্রেনিং ও মেন্টর সেন্টার গড়ে তোলার জন্য আমাদের এই গ্রুপ নিয়মিত কাজ করে যাচ্ছে । আমরা আমাদের কার্যক্রম শহর থেকে গ্রামের অজো পাড়া গায়ে ছড়িয়ে দিতে চাই । আমাদের স্বপ্ন পূরণ হলে লাখো তরুন প্রজন্মের জীবন বদলে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থা বদলে যাবে । আপনি যদি কাজে বিশ্বাসি হন তবে নিজের এবং আশেপাশের মানুষের জীবন বদলে দিতে আমাদের সাথে যোগ দিন ধন্যবাদ।
STS Verified মানে হল নিচের সকল বিজনেস এবং মালিকের ডকুমেন্টস (আইডি, ট্রেড লাইসেন্স, ছবি, ফোন নাম্বার সমূহ) আমাদের নিকট জমা আছে । লিস্টের কোন বিজনেসের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাদের নিকট অভিযোগ করুন। আমরা সকল তথ্য সরবরাহ করে আপনাকে আইনি সহায়তা পেতে সহযোগিতা করতে সদা জাগ্রত ।
বেকারত্ব দূর করার জন্য, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিা, দক্ষ জনশক্তি তৈরি করা এবং উদ্যোক্তা সৃষ্টি ও তাদের সহায়তা করার জন্য অনেক কিছু করা প্রয়োজন এবং এই প্রত্যেকটি কাজের জন্য অর্থের প্রয়োজন আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনকে আপনার মূল্যবান অর্থ দান করার মাধ্যমে আপনাকে এই মহান কাজের শরিক হবার জন্য আহবান করছি।
সফল উদ্যোক্তাদের নিয়ে প্রতিটি বিভাগে বিজনেস সম্মেলন, সেমিনার, আলোচনা ও পুরষ্কার বিতরনের মাধ্যমে দেশে উদ্যোক্তা সৃষ্টি ও তাদের অনুপ্রেরণা দেয়ার জন্য আমাদের গ্রুপ প্রতি বছর কাজ করে যাচ্ছে । এজন্য আমাদেরকে প্রচুর অর্থের প্রয়োজন হয় সামর্থ অনুযায়ী আমরা স্পন্সর করে এই মহান কাজের শরিক হবার জন্য আহবান করছি – ধন্যবাদ।
আমাদের দেশে সত্যিকার অর্থে বিজনেস শুরু, পরিচালনা, সমস্যা সমাধান, গবেষণা এবং উদ্যোক্তা সৃষ্টির তেমন কোন প্রতিষ্ঠান নেই বললেই চলে । আমাদের স্বপ্ন আমরা সুন্দর একটি বিজনেস সেন্টার গড়ে তুলে দেশের এই সমস্যার সমাধান করব । এজন্য আমাদেরকে প্রচুর অর্থের প্রয়োজন হয় সামর্থ অনুযায়ী আমরা স্পন্সর করে এই মহান কাজের শরিক হবার জন্য আহবান করছি – ধন্যবাদ।
উদ্যোক্তা সৃষ্টি ও বিজনেস পরিচালনায় দক্ষতা অর্জনের পাশাপাশি আইটি সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য নিয়মিত সেমিনার, ট্রেনিং ও ওয়ার্ক শপের আয়োজন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা এই আয়োজন করতে প্রস্তুত। এজন্য আমাদেরকে প্রচুর অর্থের প্রয়োজন হয় সামর্থ অনুযায়ী আমরা স্পন্সর করে এই মহান কাজের শরিক হবার জন্য আহবান করছি – ধন্যবাদ।
শুন্য থেকে শুরু গ্রুপ থেকে যে সকল সফলতার গল্প আমরা পেয়েছি তাদের মধ্যে থেকে কয়েকটি আপনাদের সাথে শেয়ার করছি।
আমাদের গ্রুপের সদস্য এবং কিছু কার্যক্রমের স্থির চিত্র । সময় চলে যাবে আমাদের কর্মগুলো সৃতি হয়ে রবে আজীবন।
আমাদের গ্রুপের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ পোস্ট এবং সংবাদগুলো এখানে শেয়ার করা হল
১। আপনি এই মুহূর্তে যেখানে আছে সেখানে যে কাজটি পান আপনি সেই কাজটাই শুরু করুন । প্রথমেই মনের মত কাজ আপনি পাবেন
১। STS বিজনেস, উদ্যোগতা এবং বিজনেস রিলেটেড গ্রুপ । এখানে বিজনেস নিয়ে বেশিরভাগ আলোচনা করা হয় । বিজনেসের বাইরে ইনবক্সে আপনি কার
১। যারা নতুন তারা পোষ্ট করার চেয়ে কমেন্ট করার দিকে নজর বেশি দেবেন । শুরুতে শুধু কমেন্ট করতে থাকবেন কোন
For emergency Group President Khandokar Robi 01785751055 or General Secretary Hadiuzzaman Palak 01717134606