STS গ্রুপের মেম্বারদের থেকে প্রতিদিন যে মেসেজ গুলো প্রতিদিন আসে – কমন কয়েকটি প্রশ্নের উত্তর এখানে দিলাম।
১। STS গ্রুপে নতুন জয়েন করেছি । কি করতে হবে কিছু বুঝতে পারছি না। একটু বলবেন প্লীজ ?
উত্তরঃ প্রতিদিন ৩০০ পোষ্ট পড়ে ৩০০ গঠন মূলক কমেন্ট করুন এক নাগারে ৭ দিন, তাহলে নিজেই বুঝতে পারবেন কি করা উচিত, কি করা উচিৎ নয় । বিজনেস শুরু করার আগে কমপক্ষে ৩ মাস গ্রুপে সময় দিন ।
২। STS VERIFIED হলে কি সেল পোস্ট দেয়া যায় ? সেল পোষ্ট দেয়ার জন্য কি করা লাগে ?
উত্তরঃ না সেল পোষ্ট দেয়া যায় না । আপনি কোন ভাবেই সেল পোষ্ট দিতে পারবেন না – এটা আমাদের গ্রুপ পলিসি । আপনি বাঈ সেল গ্রুপে জয়েন করতে পারেন সেখানে সেল পোষ্ট দিতে পারবেন ।
৩। আমার পোস্ট এপ্রুভ হয় না কেন? সবার পোষ্ট তো ঠিকি এপড়ূভ হয় !
উত্তরঃ কারণ আপনি গ্রুপের নিয়ম কানুন পরে দেখেন নাই, গ্রুপের নিয়ম মেনে আপনি পোষ্ট করেন না । গ্রুপে অ্যাড হয়ে ৭ দিন শুধু প্রতিদিন ৩০০ পোষ্ট পরে ৩০০ গঠন মূলক কমেন্ট করুন ।
৪। আমি কোন পণ্য নিয়ে কাজ করবো?
উত্তরঃ এটা আপনার নিজের ব্যাপার । তবে একটু আন কমন হলে ভাল, আপনার ভাল লাগে, ভালো সোর্স আছে- এমন কিছু নিয়ে শুরু করতে পারেন ।
৫। আমাকে একটু গাইড করবেন প্লীজ !!
উত্তরঃ আমি একা মানুষ মণ থেকে খুব করে চাইলেও স্পেশাল ভাবে কাউকে ব্যক্তিগতভাবে গাইড করা সম্ভব না । দয়া করে গ্রুপে কমপক্ষে ৩ মাস সময় দিন । দিনে ৩০০ পোষ্ট পরে ৩০০ কমেন্ট করুন এবং নিজে কমপক্ষে ৩ টি পোষ্ট দেয়ার চেষ্টা করুন ।
Copyright – Khandokar Robi
Founder and Managing Director
of BHABAN.com, Pharmacyn, and BDDelivery .
DATED- JULY 29, 2020.