বেশিরভাগ প্রবাসী মারা যায় শুধু তাদের পরিবারের সদস্য দের কারণে । স্ত্রী ও ভাই বোনদের নির্যাতন এবং প্রতারণার ফলে মানসিক টেনশনে তারা ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক করে ।আসলে প্রবাসীরা হচ্ছে টাকার মেসিন। টাকা দেয়া বন্ধ করলে সেই মেসিন আর কেউ রাখতে চায় না 😭, টাকা না দিলে এমন প্রবাসীর কোন দরকার নাই 😭।
নিজের বাবার পরিচয় গোপন করবেন না । গর্বের সাথে বলবেন নিজের বাবার পরিচয়। ১। আমার বাবা একজন কৃষক২। আমার বাবা একজন গার্মেন্টস কর্মী৩। আমার বাবা একজন পিয়ন৪। আমার বাবা একজন শিক্ষক ৫।....... বলুন আপনার বাবা কি ? আপনি যা তাই প্রকাশ করুন। মিথ্যা বলে নিজের বাবাকে ছোট করা মূলত বাবাকে অস্বীকার করার
Hot♨ Advice ♥ GF/BF এর সাথে অর্থনৈতিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন যদি দেখেন - ১। এসবে তার আগ্রহ নাই। তাহলে তাকে বিয়ে করার চিন্তা বাদ দেন । কারন যার অর্থনৈতিক বিষয়ে কথা বলার আগ্রহ নাই তিনি হয় মিথ্যা বলছে এবং উন্নত মানের ভন্ড, সে আপনাকে ইমপ্রেস করার জন্য এই বুঝাতে ব্যাস্ত যে টাকা
"আমি কিন্তু রান্না করতে পারি না ।" কিছু মেয়ে উপরের এই কথাটি এমন ভাবে বলে মনে হয় যেন সে মহান কোন কাজ করেছে তাই সবার করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানো উচিৎ ।আসল বিষয় হল১। সবাই সব কাজ জানবে এমন নয়।২। কাজ না পারা গৌরব করার কিছু নয়।৩। কাজ না পারা লজ্জা বা
১. বউ কাজ করলে সুস্থ থাকবেন।২. বউ কূটনামি আর স্টার জলসা দেখার সময় পাবে না ।৩. শুয়ে বসে খেয়ে বউ মোটা হবেনা, চর্বি জমবে না, হার্ট ♥ ভাল থাকবে ।৪. বউ ঘনঘন পার্লার ও শপিংয়ে যাবার সময় পাবে না।৫. বউ সকল কাজে পারদর্শী ও অভ্যস্ত হবে এবং সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হবে ।******আসুন সবাই
Recent Comments