১। STS বিজনেস, উদ্যোগতা এবং বিজনেস রিলেটেড গ্রুপ । এখানে বিজনেস নিয়ে বেশিরভাগ আলোচনা করা হয় । বিজনেসের বাইরে ইনবক্সে আপনি কার সাথে প্রেম করবেন ? কাকে বিয়ে করবেন ? কার সাথে সিনেমা দেখতে যাবেন ? এসব আপনাদের নিজেদের ব্যাপার - বাঁশ খাওয়ার পড়ে আমাকে বলতে আসবেন না । ২। আপনার টাকা
-একটি ঘোষণা -যারা স্বামীর সাপোর্ট/অনুমতি না নিয়ে বিজনেস করেন আমি সেসব মেয়েদের সাপোর্ট করি না । স্বামীর সংসারে খেয়ে পড়ে যদি তার নিকট লুকিয়ে আপনি কিছু করেন, তার মানে আপনি আপনার স্বামীর বাধ্য নন । একজন মানুষের সাথে সংসার করেন, একই ঘরে একই সাথে থাকেন- কিন্তু সেই স্বামীকে যদি আপনি বুঝাতে না
আমার মতে কাজের বুয়ার মিনিমাম বেতন হওয়া উচিৎ ১০ হাজার টাকা।।থাকা খাওয়ার দিলে ৫ হাজার হলেও ঠিক আছে।। এই পোস্ট পড়ে অনেকেই হয়ত ভাবছেন যে ১০ হাজার টাকা অনেক, তাদের কে বলছি, বুয়াদের সংসার আছে, তাদের বাসা ভাড়া, বাস ভাড়া দিতে হয়, সন্তানকে স্কুলে পাঠাতে হয়, অসুস্থ হলে ঔষধ কিনতে হয়, খাবার
বেশিরভাগ প্রবাসী মারা যায় শুধু তাদের পরিবারের সদস্য দের কারণে । স্ত্রী ও ভাই বোনদের নির্যাতন এবং প্রতারণার ফলে মানসিক টেনশনে তারা ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক করে ।আসলে প্রবাসীরা হচ্ছে টাকার মেসিন। টাকা দেয়া বন্ধ করলে সেই মেসিন আর কেউ রাখতে চায় না 😭, টাকা না দিলে এমন প্রবাসীর কোন দরকার নাই 😭।
জীবিকার তাগিদে একজন ফুলের গাছ বিক্রেতা প্রচন্ড ঠান্ডা মাথায় নিয়ে ভ্যানে করে গাছের চারা নিয়ে বেড়িয়ে পরেছেন। এটাই জীবন, বিজনেস এমনি কষ্টের, এত সহয না । তাকে উতসাহ দেয়ার জন্য একটি এলোভেরা, একটি গাধা ফুল এবং একটি গোলাপের চারা কিনলাম।। এরা বাড়ি গাড়ি কিনবে না বিকেলে ২কেজি চাউল আর সবজি কেনার জন্য
প্রতারকদের চেনার উপায় নাই । এরা আপনার আশে পাশেই আছে । আপনার চেনা মানুষটি হতে পারে প্রতারক বা ফেক - বাচার উপায় ...... ১। লোভে পরবেন না । এরা অনেক লাভের কথা বলবে, ভুলেও লোভে পরা যাবে না । ২। নিজের টাকা কাউকে লোন বা ধার দেবেন না । পারলে নিজে কিছু
নিজের বাবার পরিচয় গোপন করবেন না । গর্বের সাথে বলবেন নিজের বাবার পরিচয়। ১। আমার বাবা একজন কৃষক২। আমার বাবা একজন গার্মেন্টস কর্মী৩। আমার বাবা একজন পিয়ন৪। আমার বাবা একজন শিক্ষক ৫।....... বলুন আপনার বাবা কি ? আপনি যা তাই প্রকাশ করুন। মিথ্যা বলে নিজের বাবাকে ছোট করা মূলত বাবাকে অস্বীকার করার
আমাদের গ্রামের বাড়ির উঠানে মায়ের মাটির চুলায় রান্না করার জন্য নিজে হাতে কিছু কাঠ চিরে দিলাম । মন থেকে সব রকমের কাজকে ভালবাসি। হয়ত সব কাজ খুব ভাল পারি না তবে শেখার চেষ্টা করি । কাঠ ফারা সহয কাজ না, ৩/৪ বার কোপ দেয়ার জায়গামত পরে বাকি গুলো ডানে বামে যায় ।
কার সাথে বিজনেস করা ঠিক হবে, আর কার সাথে ভুল হবে এটা না বুঝতে পারার জন্য অনেকেই জীবনে বাঁশ খাবেন । *****মানুষ চিনতে শিখুন । কি করে খারাপ মানুষ চিনবেন?*****১। মিথ্যা কথা বলে মানেই সে মানুষ ভাল না- এমন লোকদের এরিয়ে চলুন । খুব স্মার্ট লোক মানেই সাবধান ⚠ এরা খারাপ হলে আপনাকে মুহূর্তের
Recent Comments