
সবাইকে উৎসাহ দিতে আমার মাটি কাটা
ছোট বেলায় মা জমি থেকে সাদা মাটি নিয়া এসে উঠান ও চুলা লেপে নিতো, আমি তখন ভাত খাবার বাটি নিয়া মায়ের পিছনে পিছনে যেতাম, বাটিতে করে মাটি নিয়া আসতাম।।
আজকে বাসার সামনে ফুল ও শাক সবজি লাগানোর জন্য মাটি কেটে জমি সমান করলাম।। অতিরিক্ত মাটিগুলো উঠানে নিয়ে এলাম, নতুন রান্না ঘরের মেঝেতে দেয়ার জন্য ।। মাটি কাটার জন্য আজকেও ছিল ভাত বাড়ার বড় বোল- কেমন যেন মাটি কাটার সময় বাচ্চা কালের কথাগুলো মনে পড়ছিল।।
কাজ করলে কেউ, ছোট হয় না, সব কাজ বড়, সকল কাজ সম্মানের, কাজ করলে শরীর সুস্থ থাকে, মন ভাল থাকে- এখন কাজ শেষে গোসল করে উঠানে রোদে বসে ফেসবুক চালাচ্ছি- জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ।। ,
Copyright – Khandokar Robi
Founder and Managing Director
of BHABAN.com, Pharmacyn, and BDDelivery .
DATED- FEB 04, 2020.
Tags: