
বিষয় – গ্রুপে কি করে আমরা একে অপরকে সাহায্য করব ?
১- আমাদের কারো কোন পণ্য বা সেবা লাগলে গ্রুপের যে কারো থেকে নেব – এতে ব্যবসার সেল বৃদ্ধি পাবে ।
২- যে কোন পণ্য বা সেবা মার্কেট প্রাইসের চেয়ে ১০-২০% কম দামে গ্রুপের সদস্যদের থেকে নেব- এতে গ্রাহকের টাকা বাঁচবে ।
৩- জব অপরচুনিটি থাকলে আমাদের গ্রুপের সদস্যদের মধ্য থেকে নেব- এতে গ্রুপের বেকারত্বের সংখা কমবে ।
৪- যে কেই কিছু করতে বা শিখতে চাইলে নিজে যতটুকু জানি ততটুকু অবশ্যই শেয়ার করব- এতে নতুনরা এগিয়ে যাবে ।
৫- সকলের পোষ্টে সুন্দর কমেন্ট ও ওই পোষ্ট শেয়ার করে তাদের উৎসাহ দেব ।
বিনীত আহবান – ভালবাসা 😍 সবার জন্য যারা গ্রুপটিতে সময় দিয়ে যাচ্ছেন । গ্রুপের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি পোষ্ট, কমেন্ট, লাইক ও শেয়ার করার জন্য বিনীত আহবান করছি 😘 ।
লেখার তারিখ – OCTOBER 39, 2018
Tags: