STS এর সদস্যদের নিকট আমার সিম্পল কিছু চাওয়া ।
১। আপনারা গ্রুপে পোস্ট কমেন্ট করে বিজনেস সম্পর্কে জানবেন, শিখবেন এবং নেটওয়ার্ক গড়ে তুলবেন ।
২। গ্রুপে নিজেকে এবং নিজের বিজনেসকে পরিচিত করাবেন । গ্রুপের সবাই যেন আপনাকে চেনে এবং জানে । আপনাকে যারা চিনবে তারা আপনার থেকে কিনবে । ৩। আপনারা নিজেরা কোন একটা বিজনেস করবেন, নিজে আয় করবেন, নিজের টাকায় নিজে চলবে । আপনারা আয় করলেই আমি খুশি ।
৪। বিজনেস সবার জন্য না, বিজনেস সহজ না, হুট হাট বিজনেসে নেমে লস দেয়ার কোন দরকার নাই । কিছু না বুঝে আন্দাজে বিজনেসে নেমে অনেকেই কোটি কোটি টাকা লস দিয়েছেন । বিজনেসে লস দেয়া খুব সোজা ।
********************
যাদের আমার কথা ভাল লাগে তারা অবশ্যই নিয়মিত পোস্ট কমেন্ট করবেন । নিজেকে পরিচিত করবেন, আপনারা সাফল্য আপনার হাতে । আপনি সফল হলে আপনার লাভ, আপনি সফল না হলে আমার কোন সমস্যা নাই । সুতরাং সবাই নিজের স্বার্থে গ্রুপে সময় দেবেন । আপনার সাফল্য কামনা করছি ।
Copyright – Khandokar Robi
Founder and Managing Director
of BHABAN.com, Pharmacyn, and BDDelivery .
DATED- AUGUST 17, 2020.